ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

লালমনিরহাটে বৃষ্টির জন্য কাঁদলেন হাজারও মুসল্লিরা

লালমনিরহাট জুড়ে চলছে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল। এর পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় করেছেন এলাকাবাসী। এ সময় হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।


সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা  করেন বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।


জানা গেছে, সকাল সাড়ে ১০ থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টা ব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে মোনাজাত করেন।


ফকিরপাড়ায় ইউনিয়নের গ্রামের আব্দুস সালাম বলেন,প্রায় এক মাস ধরে এলাকায় কোনো বৃষ্টিপাত নেই। হ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড এই তাপদাহে ভুট্টার পোড়া গেছে। জমিতে কোনো রস নাই। পাট ক্ষেতের অবস্থা খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি।


বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা বলেন, অনাবৃষ্টির কারণে বড়খাতা ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিস্কার নামাজ আদায় করেছি। দোয়া করেছি এই এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণেও ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে এজন্য আল্লাহতালার রহমতে বৃষ্টি বর্ষণ করেন।


বড়খাতা বাজার কমিটির সদস্য ও সমাজসেবক আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও পাট ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা বড়খাতা বাজার ব্যবসায়ী ওলামা সমিতি মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

ads

Our Facebook Page